নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) মানহানির মামলায় দোষী সাব্যস্ত করা সুরাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিশ হাসমুখভাই ভার্মা সহ গুজরাটের (Gujarat) ৬৮ জন নিম্ন বিচার বিভাগীয় আধিকারিকের পদোন্নতি স্থগিত করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সি টি রবিকুমারের বেঞ্চ জানিয়েছে, ২০১১ সালে সংশোধিত গুজরাট স্টেট জুডিশিয়াল সার্ভিস রুলস ২০০৫ অনুযায়ী, উপযুক্তত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে পদোন্নতি হতে পারে। বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, "উচ্চ আদালতের জারি করা তালিকা এবং জেলা জজদের পদোন্নতি দেওয়ার জন্য রাজ্য সরকার কর্তৃক জারি করা আদেশ অবৈধ এবং আদালতের সিদ্ধান্তের পরিপন্থী।"