'সশস্ত্র পুলিশ নিয়োগে অগ্নিবীরকে অগ্রাধিকার'! অগ্নিপথ এবং অগ্নিবীর নিয়ে বিভ্রান্তির জবাব মুখ্যমন্ত্রীর

অগ্নিবীর নিয়ে নিজের রাজ্যের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
agniveer4

নিজস্ব সংবাদদাতা: গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অগ্নিপথ প্রকল্প এবং অগ্নিবীর নিয়ে যেসব বিভ্রান্তি ছড়াচ্ছে তাকে কেন্দ্র করে বিরোধীদেরকে কটাক্ষ করলেন। 

Two years in office, how Gujarat CM Bhupendra Patel came into his own -  India Today

মুখ্যমন্ত্রী নিজের X হ্যান্ডেলে লেখেন, 'অগ্নিপথ প্রকল্প এবং অগ্নিবীর নিয়ে বিরোধীরা যে বিভ্রান্তি ছড়াচ্ছে তা অযৌক্তিক এবং নিন্দনীয়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় অনেক নতুন সংস্কার সাধিত হচ্ছে। অগ্নিপথ যোজনাও তেমনই একটি উদ্যোগ। অগ্নিবীরের কারণে ভারতীয় সেনা আরও তরুণ হবে। এই পরিকল্পনা দেশের এমন সাহসী যুবকদের প্রস্তুত করবে, যারা সেনাবাহিনীতে চাকরি করার পরে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে অমূল্য অবদান রাখবে। গুজরাট সরকার সশস্ত্র পুলিশ এবং এসআরপি নিয়োগে অগ্নিবীরকে অগ্রাধিকার দেবে'।