নিজস্ব সংবাদদাতাঃ আজ রথযাত্রা। সাত সকালেই রথ যাত্রার উৎসবে মেতেছে গোটা দেশ। আজ জগন্নাথদেবের রথযাত্রার আগে জগন্নাথ মন্দিরে পৌঁছলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
/anm-bengali/media/media_files/vcYSpVADDJrUoGUPCjoa.jpg)
গুজরাটের আহমেদাবাদে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রথযাত্রার জন্য জগন্নাথের রথের পথ 'পহিন্দ বিধি' বা প্রতীকী পরিষ্কার করেন।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)