নিজস্ব সংবাদদাতা:গুজরাটের গান্ধীনগরে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বিয়ের মাত্র চারদিন পর স্বামীকে হত্যার ষড়যন্ত্র করে প্রেমিক। যুবককে অপহরণ করে খুন করা হয়েছে। অভিযুক্ত মেয়েটি তার মামাতো ভাইয়ের সাথে প্রেম করতো। সে প্রেমে এতটাই পাগল ছিল যে তার স্বামীকে পথ থেকে সরিয়ে দিতে সে বিন্দুমাত্র দ্বিধা করেনি। পুলিশ খুনের ঘটনা প্রকাশ করে সব আসামিকে গ্রেফতার করেছে।
আহমেদাবাদের মৃত ব্যক্তির নাম ভাবিক, যিনি গান্ধীনগরের পায়েলের সঙ্গে বিয়ে করেছিলেন। শনিবার তার স্ত্রী পায়েলকে তার মামা বাড়ি থেকে নিতে গিয়েছিলেন ভাবিক। কিন্তু সময়মতো না পৌঁছালে পায়েলের বাবা ভাবিকের বাবাকে ফোন করেন। এ বিষয়ে ভাবিকের বাবা জানান, তিনি অনেক আগেই সেখান থেকে চলে গেছেন। এরপর পায়েলের পরিবার তাকে খুঁজতে থাকে।
তল্লাশির সময় ভাবিকের বাইকটি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে আরোহী যুবককে তিনজন অপহরণ করে। তারা তাদের এসইউভি দিয়ে বাইকটিকে ধাক্কা দেয়, যার কারণে যুবকটি পড়ে যায় এবং তারপর তাকে গাড়িতে টেনে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় পরিবার। পুলিশ মামলার তদন্ত শুরু করে এবং জানতে পারে, মাত্র চার দিন আগে ভাবিকের বিয়ে হয়েছিল। বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হলো। পুলিশ পায়েলকে জিজ্ঞাসাবাদ করলে সে চাপের কাছে নতি স্বীকার করে ষড়যন্ত্রের কথা জানায়।