নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটের আহমেদাবাদে হোলি উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “একদিক থেকে হোলি মিথ্যার ওপর সত্যের জয়ের প্রতীক। এটাও সাম্যের উৎসব – যখন সবাই রঙে ঢেকে যায়, তখন তাদের পোশাক বা মুখ পরিষ্কার থাকে না। সামনে, পেছনে কাউকেই দেখা যাচ্ছে না। আজ গোটা দেশ হোলি উৎসব পালন করছে। দেশের সকল নাগরিককে আমার শুভেচ্ছা। বিশ্বজুড়ে ভগবান রাম ভক্তদের জন্য, এটি একটি বিশেষ হোলি। আজ রঘুবীর অযোধ্যায় হোলি খেলছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।”
/anm-bengali/media/media_files/jYcoQ1i81rPxM0yj1Gbk.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)