নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি চাকরি খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছেন ? এখন আর চিন্তা নয়। কলকাতা মেট্রো রেলে রয়েছে চাকরির এক দারুন সুযোগ। দেশের যেকোনো রাজ্যের বাসিন্দারা এই চাকরিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ৬ জুন, ২০২৪।
/anm-bengali/media/post_attachments/blog/wp-content/uploads/2019/10/Kolkata-Metro_600.jpg)
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ইলেকট্রিক্যাল জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে যাদের দক্ষতা এবং যোগ্যতা রয়েছে, তারাই একমাত্র আবেদন করবেন। আবেদন করার জন্য আরও বিশদে জানতে কলকাতা মেট্রোর অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন। আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৫ বছর।
/anm-bengali/media/post_attachments/3bcbe065c5e6e3a4f9d2d9c34041561f841694d9b743132bebb5a9f5bdd0caa5.jpg)
আবেদন করতে হবে অফলাইন পদ্ধতিতে। অ্যাপ্লিকেশন ফর্মে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, লিঙ্গ, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি উল্লেখ করা বাঞ্ছনীয়। এছাড়াও, প্রত্যেকটি নথির সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করা কপিও যুক্ত করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: জেনারেল ম্যানেজার (অ্যাডমিন এবং এইচ আর) কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, কে এম আর সি এল ভবন, এইচ আর বি সি অফিস কমপাউন্ড, মুন্সি প্রেমচাঁদ সরণী, কলকাতা- ৭০০০২১।
/anm-bengali/media/post_attachments/blog/wp-content/uploads/2023/12/IMAGE_1672403144.jpg)
আবেদন পত্র গৃহীত হলে রেল কর্তৃপক্ষ তরফ থেকে আবেদনকারীকে যোগাযোগ করা হবে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)