মত্ত অবস্থায় ৩ নাবালিকেকে পিষে দিল সরকারি আধিকারিক

নৈনিতালের কোটাবাগে মর্মান্তিক ঘটনা। তিন নাবালিকাকে চারচাকা দিয়ে পিষে দিলেন স্থানীয় বিডিও। দুর্ঘটনায় মৃত ১।  বাকি দু'জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷

author-image
Jaita Chowdhury
New Update
Accident

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নৈনিতালের কোটাবাগে মর্মান্তিক ঘটনা। তিন নাবালিকাকে চারচাকা দিয়ে পিষে দিলেন স্থানীয় বিডিও। দুর্ঘটনায় মৃত ১।  বাকি দু'জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ পুলিশ সূত্রে খবর, ওই বিডিও মদ্যপ অবস্থায় ছিলেন। শারীরিক পরীক্ষার পর এমনটাই জানতে পেরেছেন চিকিৎসকরা ৷

প্রসঙ্গত, মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে উত্তরায়ণী মেলা থেকে ফিরছিলেন ওই তিন নাবালিকা। মৃত কিশোরীর নাম মাহি বোরা (১৪)৷ অপর দুজন কনক বোরা (১৭) ও মমতা ভাণ্ডারি (১৫)। তাঁরা সকলেই কোটাবাগের নাথুনগর গ্রামের বাসিন্দা। ঘটনার পরই মত্ত ওই বিডিও পালানোর চেষ্টা করেন। আশপাশে থাকা লোকজনরা পুলিশে খবর দেন।  

আহতদের প্রথমে কোটাবাগের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় অন্য হাস পাতালে স্থানান্তরিত করা হয় মাহি বোরাকে ৷ সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুজন হলদোয়ানির সাই হাসপাতালে চিকিৎসাধীন।