DA: ধর্মঘট! পথে বঞ্চিত সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গ নয়, তবে এবার আরো এক রাজ্যে শুরু হতে চলেছে বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন। বিজেপি সরকার শাসিত ওই রাজ্যে কেন্দ্রীয় হারে ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করবেন সরকারি কর্মীরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
UP

নিজস্ব সংবাদদাতা: বিজেপি (BJP) শাসিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ডিএ (DA) তো বটেই, পেনশন-সহ একাধিক ক্ষেত্রে বঞ্চিত সরকারি কর্মীদের ক্রমাগত জমছে। তাই এই নিয়ে এবার যোগী সরকারের (Yogi Govt) বিরুদ্ধে বড়সড় আন্দোলন করতে চলেছেন সরকারি কর্মীরা। ১৮ মে থেকে শুরু করবেন তাঁরা আন্দোলন। রাজ্যের সরকারি সড়ক পরিবার পুর, প্রাথমিক শিক্ষক-সহ বিভিন্ন ইউনিয়নের ১০ লক্ষের বেশি শ্রমিক ও কর্মচারী যোগ দেবেন এই ধর্মঘটে।

পুরনো পেনশন প্রকল্প চালু, জন পরিষেবায় বেসরকারিকরণ ও ঠিকা কর্মী নিয়োগ বন্ধ করা এবং বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে কার্যকর করা নিয়ে আন্দোলন করবেন তাঁরা। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবি করা হয়েছে। গত ৫ বছর ধরে বেতন না বাড়ার অভিযোগ রয়েছে একইসঙ্গে।