নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবার গভর্নরের বিচারের অনুমতি অসাংবিধানিক বলে ক্ষোভ প্রকাশ করলেন।
/anm-bengali/media/media_files/erurATQO3hdT0lG0KrOM.jpg)
তিনি বলেছেন, "গভর্নরের বিচারের অনুমতি অসাংবিধানিক। রাজভবনের অপব্যবহার করা হয়েছে। আমরা মন্ত্রিসভায় রাজ্যপালের পদক্ষেপের নিন্দা জানিয়েছি। আমরা তা আদালতে চ্যালেঞ্জও করেছি। রাজ্যপাল ১১টি বিল ফেরত পাঠিয়েছেন। মন্ত্রিসভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”