মহাকুম্ভের পর অযোধ্যায় এলেন রাজ্যপাল! কী বলছেন তিনি

উত্তরপ্রদেশের অযোধ্যায় পৌঁছালেন রাজ্যপাল।

author-image
Tamalika Chakraborty
New Update
rajasthan govrnor

নিজস্ব সংবাদদাতা:  অযোধ্যা রাম মন্দির পরিদর্শন প্রসঙ্গে রাজস্থানের রাজ্যপাল হরিভাউ কিষাণরাও বাগাড়ে বলেছেন, "গতকাল আমি প্রয়াগে ছিলাম। আজ আমি ভগবান রামচন্দ্রের দর্শন করব। রাম মন্দির নির্মাণের সমস্ত প্রক্রিয়ায় আমি জড়িত ছিলাম। সেই কারণেই আমি মন্দির পরিদর্শন করতে চেয়েছিলাম।" মহাকুম্ভ ২০২৫ পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, "উত্তরপ্রদেশ সরকার সেখানে ভালো ব্যবস্থা করেছে। আমি অনেক লোককে পায়ে হেঁটে মহাকুম্ভ পরিদর্শন করতে দেখেছি। এটি তাদের বিশ্বাসের পরিচয় দেয়। এমনকি আমি গতকাল সেখানে স্নান করেছিলাম।"