পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিতর্ক! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিতর্কের মাঝেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলার রাজ্যপাল।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
,মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ 'পশ্চিমবঙ্গ দিবস' নিয়ে রাজ্য-রাজনীতি উত্তাল। রাজ্যের সঙ্গে সংঘাত বেঁধেছে রাজ্যপালেরও। এই আবহে যখন পশ্চিমবঙ্গ দিবসের দিন স্থির করতে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী, তখন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। মঙ্গলবার বিকালে PMO-এ গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। দুজনের মধ্যে একপ্রস্থ বৈঠকও হয়। যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও এটা সৌজন্য সাক্ষাৎকার বলেই পিএমও-র তরফে জানানো হয়েছে।

সূত্রে খবর, 'পশ্চিমবঙ্গ দিবস' থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে 'পাখির চোখ' করে পঞ্চায়েত নির্বাচনের সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল আলোচনা করতে পারেন।