ডালের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ সরকারের

অক্টোবরের তুলনায় নভেম্বরে খাবারের দাম আরও বেড়েছে বলে উঠে এসেছে তথ্যে। নভেম্বরে ২০ শতাংশের মতো দাম বেড়েছে ডালজাতীয় শস্যের।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কিছুদিন পরেই রয়েছে লোকসভা নির্বাচন। এর মধ্যেই ডালের দাম বেড়েছে অস্বাভাবিক মাত্রায়। এই আবহে সরকার ডালের দাম নিয়ন্ত্রণ করতে নয়া পদক্ষেপ নিয়েছে। 

hiren

সূত্র মারফত জানা গিয়েছে যে, ভারতে অড়হড় ও বিউলির ডালের উপর থেকে আমদানি শুল্ক তুলে দেওয়ার সময়সীমা আরও এক বছরের জন্য বাড়িয়ে দেওয়া হল।  ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই ব্যবস্থা চালু ছিল। এবার তা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত করে দেওয়া হল। ভারতের বাজারে ডালের দাম লাগামে রাখার জন্যই এই চেষ্টা। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এই নির্দেশিকা জারি করেছে। কদিন আগেই মসুর ডালের ক্ষেত্রেও একই নির্দেশিকা দিয়েছিল কেন্দ্র।

hiring.jpg