নিজস্ব সংবাদদাতা: বুধবার লোকসভায় সংশোধিত ওয়াকফ বিল পেশ করা হয়। এই প্রসঙ্গে মহারাষ্ট্র সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পিয়ারে খান বলেছেন, "এখনও পর্যন্ত কোনও সরকারই মুসলমানদের কথা ভাবেনি। যদি তারা এটা নিয়ে ভাবত, তাহলে এই দেশের মুসলমানদের অবস্থা এমন হত না। এখন যদি সরকার দরিদ্র মুসলমানদের অধিকার দিতে চায়, তাহলে আমাদের এটিকে স্বাগত জানানো উচিত এবং এর বিরোধিতা করা উচিত নয়।"
/anm-bengali/media/media_files/s9JutumCbSKVNAyFqS4V.jpg)