নিজস্ব সংবাদদাতাঃ সবজির বাজারে গিয়ে কিছু কিনতে গেলেই রীতিমতো ছ্যাঁকা খাচ্ছেন দেশবাসী। বিশেষ করে টমেটো (Tomato Price) কিনতে গিয়ে মহা বিপাকে পড়েছেন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষজন। সারা দেশে টমেটোর দাম আকাশছোঁয়া। কোথাও কোথাও কেজি প্রতি ৩০০ থেকে ৩৫০ টাকাও ছাড়িয়ে গিয়েছে টমেটোর মূল্য। এরই মাঝে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
আজ রবিবার ছুটির দিন কেন্দ্র জানিয়েছে, দেশের ৫০০ টিরও বেশি পয়েন্টের পরিস্থিতি পুনর্মূল্যায়নের পরে আজ, ১৬ জুলাই থেকে টমেটো ৮০ টাকা কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি, নয়ডা, লখনউ, কানপুর, বারাণসী, পাটনা, মুজফফরপুর সহ বেশ কয়েকটি পয়েন্টে এনএএফইডি এবং এনসিসিএফের মাধ্যমে আজ থেকে বিক্রি শুরু হয়েছে। এই জায়গাগুলিতে বিদ্যমান বাজার মূল্যের উপর নির্ভর করে আগামীকাল থেকে এটি আরও শহরগুলিতে প্রসারিত করা হবে।