নিজস্ব সংবাদদাতাঃ 'INDIA'-র প্রতিনিধিদলের দু'দিনের মণিপুর সফরের আগে আম আদমি পার্টির সাংসদ সুশীল গুপ্তা বলেন, "মণিপুরের পরিস্থিতি খারাপ এবং সরকার সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারছে না এবং তারা সংসদে এটি নিয়ে আলোচনাও করতে চায় না। টিম ইন্ডিয়া, পুরো বিরোধীদল ২৬৭ নং বিধির অধীনে আলোচনার দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার আলোচনা থেকে পালাচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করছি, কিন্তু তিনি সংসদে আসছেন না। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা মণিপুরে যাব, সেখানকার প্রকৃত পরিস্থিতি মূল্যায়ন করব এবং দেশের সামনে তা উপস্থাপন করব।"
প্রসঙ্গত, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যালায়েন্সের (INDIA) বিরোধী সাংসদদের একটি দল আগামী ২৯ ও ৩০ জুলাই সহিংসতা কবলিত মণিপুর সফর করবে। ২৬ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের রাজ্যসভার সাংসদ মনোজ ঝা, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, আম আদমি পার্টির সাংসদ সুশীল গুপ্তা, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, বিপ্লবী সমাজতান্ত্রিক দলের এন কে প্রেমচন্দ্রন, আরএলডির জয়ন্ত চৌধুরী, ডিএমকের কানিমোঝি, ভিসিকের থোল থিরুমাভালভান প্রমুখ।