Sudan War: উত্তপ্ত সুদান থেকে দেশের মানুষকে ফেরাতে বদ্ধপরিকর সরকার

সুদানের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ফলে সুদান থেকে তড়িঘড়ি ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হয়েছে অপারেশন কাবেরী। গৃহযুদ্ধপীড়িত সুদানে যাতে কোনও ভারতীয় আটকে না থাকেন, তার জন্য শুরু হয়েছে অপারেশন কাবেরী।

author-image
Aniruddha Chakraborty
New Update
vbcc x

নিজস্ব সংবাদদাতাঃ সুদানে যাতে কোনও ভারতীয় আটকে না থাকেন, সেই ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। সুদান থেকে এবার আইএনএস তেগ-এ করে ভারতীয়দের প্রথমে জেদ্দায় নিয়ে আসা হয়। আইএনএস তেগে ২৯৭ জন ভারতীয়কে সুদান থেকে জেদ্দায় নিয়ে আসা হয়। এরপর জেদ্দা থেকে ওই ভারতীয়দের দেশে ফেরানো হবে। জানা যাচ্ছে, সুদান থেকে ভারতীয়দের ফেরাতে এই নিয়ে পরপর দুটি জাহাজ পাঠানো হয়েছে ভারত সরকারের তরফে। সুদানে ভারতীয়দের উদ্ধারে অপারেশন কাবেরী শুরু করেছে মোদী সরকার। অপারেশন কাবেরী শুরুর পর ৬টি দলকে আইএনএস সুমেধা এবং আইএনএস তেগে করে ভারতে ফেরানো হচ্ছে। জানা গিয়েছে, সুদান থেকে উদ্ধার হওয়া প্রায় ১,১০০ ভারতীয় জেদ্দায় পৌঁছেছে।