BIG BREAKING: দিশাহীন পথে দল... কংগ্রেস ছাড়লেন হেভিওয়েট নেতা!

লোকসভা নির্বাচনের আগে ফের ধাক্কা খেল কংগ্রেস।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে জানা গিয়েছে, কংগ্রেস দল থেকে ইস্তফা দিলেন গৌরব বল্লভ।  

কংগ্রেস নেতা গৌরব বল্লভ টুইট করে জানিয়েছেন, "কংগ্রেস পার্টি আজ যেভাবে দিশাহীন পথে এগিয়ে চলেছে তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। না পারি সনাতন বিরোধী স্লোগান তুলতে, না পারি দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালিগালাজ। আমি কংগ্রেস দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।" 

Add 1