গোরেগাঁও আগুন : গাফিলতি? কার? রইল প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা

মুম্বইয়ে মধ্য রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় গাফিলতির প্রশ্ন উঠে আসছে। ক্ষয়ক্ষতির নেপথ্যে কোন কারণ? দেখুন কী বলছেন অভিনেতা।

author-image
Pallabi Sanyal
New Update
dxsad

নিজস্ব সংবাদদাতা : গোরেগাঁও অগ্নিকাণ্ডে এবার অভিজ্ঞতার কথা জানালেন প্রত্যক্ষদর্শী অভিনেতা মনীশ চতুর্বেদী। তার কথায় ইঙ্গিত মিলছে গাফিলতির। অভিনেতা জানিয়েছেন,  "ঘটনাটি ঘটেছে মধ্যরাত আড়াইটে থেকে ৩টের মধ্যে। আমি একটি পার্টি থেকে ফিরে আনুমানিক দেড়াটা নাগাদ  ঘুমোতে যাই। হঠাৎ, ২টো ৪৫ এর দিকে দিকে আমি পোড়া গন্ধ টের পেলাম। আমি ঘুম থেকে উঠে প্রথমে আমার রুমে তল্লাশি চালাই, কোথা থেকে পোড়া গন্ধ আসছে। তারপর আমার ভাইকে জাগিয়ে দিই। আমরা তখন ধোঁয়া বেরতে দেখি।  তখনই ফায়ার ব্রিগেডকে ফোন করি। আমি ভোর ৩টে ৬-য়  কল করতে পেরেছিলাম কিন্তু কোন সাড়া পাওয়া যায়নি তাদের। আমার মনে হয় তারা সতর্ক থাকলে ক্ষতি এতটা হতো না। পুলিশ সময়মতো পৌঁছেছে। পরিস্থিতি খুবই হৃদয়বিদারক ছিল।"

hiring.jpg