নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “নারী দিবসের জন্য এর থেকে ভাল উদযাপন আর হতে পারে না, প্রশিক্ষণ শেষ হওয়ার পরে ২২১ জন মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে।"
"২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর থেকে দেশের জন্য নীতি প্রণয়ন করতে গিয়ে জাতি বা ধর্মের ভিত্তি তৈরি করেননি, ভিত্তি তৈরি করেছেন গ্রাম, গরিব, কৃষক ও মহিলাদের। তা সে 'বেটি বাঁচাও বেটি পড়াও' হোক, 'মাতৃ বন্দনা' হোক বা এই জাতীয় অন্য কোনও যোজনা। এই সমস্ত প্রকল্প মহিলাদের উপর প্রভাব ফেলেছে।”