নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় প্রাক্তন কংগ্রেস বিধায়ক বাম্বার ঠাকুরের বাসভবনের সামনে চারজন অজ্ঞাত আততায়ীর আক্রমণের ঘটনায় তোলপাড় পড়ল পার্বত্য রাজনীতিতে।
/anm-bengali/media/media_files/2024/12/14/T24iaEM9FztbA4GpweGP.PNG)
এদিন এই বিষয়ে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, “আমি বাম্বার সিং ঠাকুরের সাথে কথা বলেছি। আমি তাকে এইমস-এ যেতে বলেছিলাম কিন্তু তিনি আইজিএমসি-তে চিকিৎসার জন্য জোর দিয়েছিলেন। আমি জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলেছি। আমি অভিযুক্তদের সনাক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি”।