মহাকুম্ভকে গুগুলের শ্রদ্ধা! ঝরে পড়ছে গোলাপের পাপড়ি

প্রয়াগরাজে (Prayagraj) শুরু হয়েছে 'মহা কুম্ভ মেলা' (Maha Kumbha Mela 2025)৷ প্রতি বারো বছর অন্তর একবার হয় এই আধ্যাত্মিক মেলা। মনে করা হয়, এটি ভারতের বৃহত্তম এবং সবচেয়ে পবিত্র মেলা ৷

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
google-homepage.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  প্রয়াগরাজে (Prayagraj) শুরু হয়েছে 'মহা কুম্ভ মেলা' (Maha Kumbha Mela 2025)৷ প্রতি বারো বছর অন্তর একবার হয় এই আধ্যাত্মিক মেলা। মনে করা হয়, এটি ভারতের বৃহত্তম এবং সবচেয়ে পবিত্র মেলা ৷ আজ মেলার দ্বিতীয় দিন ৷ সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত । কোটি কোটি ভক্তের সমাগম হয় গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমক্ষেত্র প্রয়াগরাজে। মকর সংক্রান্তির (Makar Sankranti) দিন পুণ্যস্নান সারেন ভক্তেরা।

দেশবাসীর এই আবেগকে শ্রদ্ধা জানাতে কোমর বেঁধে তৈরি গুগুল। তাঁদের তরফ থেকে তৈরি করা হয়েছে একটি অ্যানিমেশন ৷ মহাকুম্ভ উপলক্ষে ঝড়ে পড়ছে গোলাপের পাপড়ি! ডিজিটালি যে কেউ গোলাপের পাপড়ি অর্পণ করে 'মহা কুম্ভ'-র অভিষেক করতে পারেন। কীভাবে করবেন? জানুন বিস্তারিত। 

১. প্রথমে মোবাইল বা ডেস্কটপের গুগল সার্চ ইঞ্জিনে যান। 
২.  হিন্দি বা ইংরেজিতে 'মহা কুম্ভ' শব্দটি টাইপ করে, ক্লিক করুন। 
৩. স্ক্রিনের নীচে গোলাপি রঙে আরও একটি চিহ্ন দেখা যাবে।সেটিতে ক্লিক করলে স্ক্রিনে গোলাপের পাপড়ি ঝড়ে পড়বে। 
৪. এই অ্যানিমেশনের পাশাপাশি তিনটি অপশন স্ক্রিনের দেখা যাবে। প্রথম অপশনে ক্লিক করলে অ্যানিমেশনটি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়টিতে ক্লিক করলে গোলাপের পাপড়ির সংখ্যা বাড়বে। তৃতীয়টিতে ক্লিক করে শেয়ার করা যাবে। 

পুণ্যার্থীদের জন্য রয়েছে হেলিকপ্টার ভ্রমনের সুবিধা 

প্রসঙ্গত, মহাকুম্ভ উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভ মেলায় আগতদের জন্য ১২৯৬ টাকায় হেলিকপ্টার যাত্রা করতে পারবেন।  এই উত্তর প্রদেশের পর্যটন বিভাগ ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং একটি বিবৃতিতে প্রকাশ করেছেন। সেখানে জানানো হয়েছে, যাত্রীরা ৭ থেকে ৮ মিনিটের জন্য প্রয়াগরাজ শহরের দৃশ্য দেখতে পাবেন। 

কীভাবে বুকিং করবেন হেলিকপ্টার? 

হেলিকপ্টার ভ্রমণের জন্য বুকিং করতে হবে অনলাইন। www.upstdc.co.in ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার পবন হংস। এছাড়াও উত্তরপ্রদেশ পর্যটন ও সংস্কৃতি বিভাগের তরফে জানানো হয়েছে, এলাকায় এই মহা সম্মেলন হবে সেখানে ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্টস আয়োজনের প্রস্তুতি চলছে ৷