নিজস্ব সংবাদদাতা: আজকাল টাকা পাঠানো হোক কিংবা দোকান-বাজারে গিয়ে টুকিটাকি কেনা সবেতেই ভরসা হয়ে উঠেছে ইউপিআই (UPI)। সিংহভাগ মানুষ ব্যবহার করেন গুগল পে (Google Pay)। প্রতি লেনদেনে কিছু না কিছু রিওয়ার্ডস ক্রেডিট করে থাকে এই সংস্থা। কিন্তু সম্প্রতি একাধিক ইউজার গুগল পে (Google Pay User) থেকে ৮০, ০০০ টাকা পর্যন্ত রিওয়ার্ডস (Rewards) পেয়েছেন। এত টাকা রিওয়ার্ডস কীভাবে পাওয়া যায় জানতে চাইছেন? Android Authority-এর অন্তর্গত ফ্রিলান্স জার্নালিস্ট মিশন রহমান রিওয়ার্ড রূপে ৪৬ ডলার পেয়েছেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে এই টাকা ওই ইউজারের অ্যাকাউন্টে ভুল করে ক্রেডিট করেছে গুগল পে। সেই টাকা শুধুমাত্র গুগলের কর্মীদেরই পাওয়া উচিৎ ছিল। তাই রহমান এই পেমেন্টের যোগ্য নন।