১৫ হাজার টাকা হলো দেড় লাখ! দারুণ খবর

বরুণ বেভারেজের শেয়ারের দাম আজ প্রায় ১,৪০০ টাকায় পৌঁছে গেছে। ফলে বছর ছয় আগে কেউ যদি এই শেয়ারে IPO-র সময়ে ১৪,৬৮৫ টাকা বিনিয়োগ করতেন, তাহলে তাঁর সেই শেয়ারের দাম এখন বেড়ে ১,৫২,৬০০ টাকা হতে পারতো।

author-image
Anusmita Bhattacharya
New Update
money

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: বরুণ বেভারেজের (Varun Beverages) শেয়ারের (Share) দাম আজ প্রায় ১,৪০০ টাকায় পৌঁছে গেছে। ফলে বছর ছয় আগে কেউ যদি এই শেয়ারে IPO-র সময়ে ১৪,৬৮৫ টাকা বিনিয়োগ (Investment) করতেন, তাহলে তাঁর সেই শেয়ারের দাম এখন বেড়ে ১,৫২,৬০০ টাকা হতে পারতো। এর অর্থ হলো, সেই সময়ে বিনিয়োগ করে যদি কেউ এখনও পর্যন্ত সেই শেয়ার ধরে রাখেন, সেক্ষেত্রে তিনি প্রায় ৯৫০% রিটার্ন (Return) পেয়ে থাকেন।