নিজস্ব সংবাদদাতা: উত্সবের মরশুমে কেন্দ্রীয় সরকারের কর্মীদের বর্ধিত বেতন উপহার হিসাবে দিতে পারে মোদী সরকার। যে সমস্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা নিয়ে অপেক্ষা করছিলেন তারা শীঘ্রই আগের মাসের বকেয়াসহ সমস্ত ডিএ বৃদ্ধির আপডেট একসাথে পেয়ে যেতে পারেন। জানা যাচ্ছে যে অক্টোবরের শেষ দিকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে।
বর্ধিত মহার্ঘ ভাতা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হবে। এরপরে কর্মচারীরা উচ্চ বেতন পেয়ে যাবেন। এই আইসিপিআই সূচকের তথ্য অনুযায়ী এবারে সরকার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবারে এই সূচক সংখ্যা ছিল ১৩৬.৪ পয়েন্ট। যদি এর উপর ভিত্তি করে দেখা যায় তাহলে মহার্ঘ ভাতা ৪৬.২৪ শতাংশ হতে পারে। অর্থাত্ ৪ শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা। কিন্তু এবার প্রশ্নটা হল বেসিক বেতনের হিসাব কীভাবে হবে? সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক বেতন আসলে ১৮ হাজার টাকা। এটি একেবারে নিম্নস্তরের কর্মীদের বেসিক বেতন। নতুন ডিএ ৪৬ শতাংশ হলে প্রতি মাসে ৮ হাজার ২৮০ টাকা করে মহার্ঘ ভাতা পাবেন। এর আগে ৪২ শতাংশ অনুসারে প্রতি মাসে ৭৫৬০ টাকা করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। সব মিলিয়ে প্রতিমাসে ৭২০ টাকা মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। আবার বার্ষিক বৃদ্ধি হবে ৮৬৪০ টাকা। সপ্তম বেতন কমিশনের অধীনে এবারে কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার কথা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার। নতুন বৃদ্ধির ফলে কর্মচারীদের মহার্ঘ ভাতা হবে এরপর ৪৬ শতাংশ এবং এই নতুন মহার্ঘ ভাতা কর্মচারীদের ক্ষেত্রে ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর হয়ে যাবে। জানা গেছে যে এই বর্ধিত মহার্ঘ ভাতার জন্য কর্মীদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এবার মনে করা হচ্ছে যে দশেরার আশেপাশের সময়ে এই নতুন উপহার দেওয়ার কথা ভাবতে পারেন কেন্দ্রীয় সরকার।