GOOD NEWS: সরকারি কর্মীদের সপ্তাহে ২দিন ছুটি!

কাজের দিন কমতে চলেছে। সবার জন্য নয়, সরকারি কর্মীদের জন্য একটা বড় খুশির খবর রয়েছে। তবে সব ধরনের সরকারি কর্মচারীরা এই খবরের আওতায় পড়বেন না। কাদের জন্য গুরুত্বপূর্ণ এই খবর? জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
bank

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কাজের বোঝা এবার একটু হালকা হবে সরকারি কর্মীদের। না, সব সরকারি কর্মীদের জন্য নয়, এই খবর শুধু সরকারি ব্যাঙ্ক কর্মীদের জন্য। একটানা কাজ করা থেকে মুক্তি পাবেন তাঁরা। এবার থেকে সপ্তাহে মাত্র ৫ দিন কাজ করবেন সরকারি ব্যাঙ্কের কর্মী, আধিকারিকেরা আর ২ দিন পাবেন ছুটি। এখনও পর্যন্ত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সপ্তাহে ৫ দিন কাজ এবং বেতন বৃদ্ধির দাবিসহ সমস্ত নানা অমীমাংসিত বিষয় নিয়ে ২৮ জুলাই ব্যাঙ্ক ইউনিয়ন ও ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের মধ্যে হবে এক বৈঠক। ব্যাঙ্ক ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরেই ৫টি কার্যদিবসের দাবি জানাচ্ছিল। সরকারি ভাবে ভারতীয় জীবন বিমা নিগমে পাঁচ দিন কাজের নিয়ম আনা হয়। তারপর থেকে ব্যাঙ্ক কর্মীদের জন্যও এই নিয়ম লাগু করার দাবি ওঠে। ব্যাঙ্ক কর্মচারীদের এই দাবিতে কোনও আপত্তি জানায়নি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ফলে ধরে নেওয়াই যায় খুব শীঘ্রই এই দাবি কার্যকর হতে পারে।