BIG NEWS: অ্যাকাউন্টে ঢুকবে ৬৬ হাজার টাকা!

এবার অ্যাকাউন্টে ঢুকবে ৬৬ হাজার টাকা। বড় খবর এল। কিন্তু কীভাবে আর কেন আসবে এই টাকা? জানুন বিস্তারিত।

author-image
Anusmita Bhattacharya
New Update
money

নিজস্ব সংবাদদাতা: চলতি অর্থবছরে সুদের হার বৃদ্ধি করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO। ২০২১-২২ অর্থবছরে কর্মীদের ভবিষ্যত্‍ তহবিল আমানতের উপর চার দশকের মধ্যে সবচেয়ে কম সুদের হার নির্ধারণ করা হয়। ওই অর্থবছরে সরকার সুদের হার ৮.১% নির্ধারণ করে। তবে এবার ২০২২-২৩ অর্থবছরে কেন্দ্র সরকার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ০.০৫% বাড়িয়ে দিল। এবার কর্মীরা নিজেদের EPF অ্যাকাউন্টে ৮.১৫% সুদ পাবেন।

নতুন অর্থবছরে যেহেতু সুদের পরিমাণ ৮.১৫ শতাংশ, তাই কর্মীদের অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা করে ঢুকবে। যাঁরা এই খাতে ৮ লাখ টাকা বিনিয়োগ করে রেখেছেন তাঁদের ওই ৮.১৫% এর হিসাবে অ্যাকাউন্টে ৬৬ হাজার টাকা সুদ হিসেবে ঢুকবে।