সরকারি কর্মীদের জন্য সুখবর, নতুন পেনশন স্কিম নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রীয় সরকারের

চলতি বছরের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বিশেষ ভাবে লাভবান হয়েছে। প্রতিনিয়ত বেড়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA।

author-image
Probha Rani Das
New Update
employeeq1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দেশের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বরাবরই কিছু সুযোগ সুবিধা চালু করা হয়েছে। আবারও দেশের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জানা গিয়েছে সুখবর। চলতি বছরের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বিশেষ ভাবে লাভবান হয়েছে। প্রতিনিয়ত বেড়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেই নিয়ে জানা গিয়েছে সুখবর।

employeeq2.jpg

তবে জানা গিয়েছে, আবারও মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তবে এরই মধ্যে আবার নতুন পেনশন স্কিম নিয়ে আপত্তি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। গত কয়েক মাস ধরেই কেন্দ্রীয় সরকারের কাছে সরকারি কর্মীরা পুরনো পেনশন স্কিম আবার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছিলেন। তবে আবারও পুরনো পেনশন স্কিম চালু করার দাবিতে সরব হয়েছেন কর্মীরা।

সম্প্রতি, বেশ কয়েকদিন আগেই তৃতীয়বার মোদী সরকারের আওতায় প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে২০২৪ কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে আবারও জোরদার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের বারংবার দাবি তোলার বিষয় নিয়ে এবার অবশেষে কেন্দ্রীয় মন্ত্রীরা পেনশন স্কিম প্রসঙ্গে মুখ খুলেছেন। 

publive-image

পুরনো পেনশন স্কিম চালু করার বিষয় নিয়ে কেন্দ্রীয় বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বিশেষ বক্তব্য পেশ করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, “কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার কোনও প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে না।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যাশনাল পেনশন স্কিমে এখন থেকে মূল বেতনের ১৪ শতাংশ টাকা পেনশন খাতে জমা দিতে হবে। তবে আগে সরকারি কর্মীদের মূল বেতনের ১০ শতাংশ জমা করতে হত। পুরনো পেনশন স্কিমে অবসর প্রাপ্ত সরকারি কর্মীরা প্ৰতি মাসে তাদের শেষ বেতনের ৫০ শতাংশ পেতেন। তবে মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে সাথে সেটিও এখন বৃদ্ধি পেয়েছে।