গুগল পে, ফোন পে...সামনে এলো বড় সিদ্ধান্ত! পড়ুন এখনই

ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এক পয়সাও না থাকে,তাহলেও আপনি UPI পেমেন্ট করতে পারবেন। অবাক হয়ে গেলেন তো? আসলে এক প্রকার ক্রেডিট বা ঋণের বন্দোবস্ত রয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
এবার বিদেশেও UPI-এর মাধ্যমে করা যাবে পেমেন্ট

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এক পয়সাও না থাকে,তাহলেও আপনি UPI পেমেন্ট করতে পারবেন। অবাক হয়ে গেলেন তো? আসলে এক প্রকার ক্রেডিট (Credit UPI) বা ঋণের বন্দোবস্ত রয়েছে। ধারের ব্যবস্থা করে দেবে আপনারই ব্যাঙ্ক যার মাধ্যমে টাকা লেনদেন করছেন। ব্যাঙ্ক আপনাকে ক্রেডিট হিসেবে কিছু টাকা দিতে পারে। সেই টাকা আপনি জরুরি সময়ে কাজে লাগান। একজন গ্রাহক কত টাকা ঋণ নিতে পারবেন,তার একটা ক্রেডিট লাইন ঠিক করে দেবে ব্যাঙ্কগুলিই। নির্দিষ্ট সময়ের মধ্যে UPI Payment-এর বকেয়া টাকা (Debt) মেটাতে না পারলে অতিরিক্ত সুদ (Extra Inretest) কাটা হবে তার উপর।