নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা দেশের কোটি কোটি কৃষককে পাঠাতে পারে। আগামী মাসে সরকার কৃষকদের ১৪তম কিস্তির ২০০০ টাকা উপহার দিতে পারে বলে জানা গেছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩তম কিস্তির টাকা দেওয়ার সূচনা করেছিলেন। প্রায় ১৬ হাজার ৮০০ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন।
শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার জুন মাসে পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা পাঠিয়ে দিতে পারে। ২৩ জুন কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকার একটি কিস্তি পাঠানো হতে পারে। ১৪তম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে।