অমৃতসর হামলার ঘটনায় একজন আহত ব্যক্তির অবস্থা সঙ্কটজনক, এলো এই মুহুর্তের আপডেট

একজন আহত ব্যক্তি আইসিইউতে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
golden temple.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: যখন রঙের উৎসবে মাতোয়ারা গোটা দেশ, তখন সেই উৎসবেই রক্তাক্ত হল স্বর্ণ মন্দির। শুক্রবার অমৃতসরের স্বর্ণ মন্দিরে এক অজ্ঞাত ব্যক্তি লোহার রড দিয়ে ভক্তদের উপর হামলা চালালে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে বাথিন্ডার এক শিখ যুবকের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে শ্রী গুরু রাম দাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

gt

এদিন এই প্রসঙ্গে ডাঃ জসমিত সিং বলেন, “রোগীদের দেওয়া বিবৃতি অনুসারে, একজন অজ্ঞাত আক্রমণকারী রড দিয়ে আক্রান্তদের উপর হামলা চালিয়েছে। ৫ জন রোগীকে আমাদের কাছে পাঠানো হয়েছে, যার মধ্যে একজন গুরুতর এবং আইসিইউতে আছেন। বাকি চারজনের অবস্থা স্থিতিশীল”।