নিজস্ব সংবাদদাতাঃ মুম্বাই কাস্টমস জানিয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে গত পাঁচ দিনে ৬.৩ কোটি টাকার সোনা, বৈদ্যুতিন সামগ্রী এবং বৈদ্যুতিন মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, মুম্বাই কাস্টমস জোন-৩-এর এয়ারপোর্ট কমিশনারেটের আধিকারিকরা বুধবার থেকে রবিবারের মধ্যে ১০.৬৮ কেজি সোনা ও অন্যান্য সামগ্রী পাচারের চেষ্টার অভিযোগে ২২টি মামলা দায়ের করেছেন। যাত্রীদের মধ্যে একজনের মলদ্বারে মোমের আকারে সোনার গুঁড়ো লুকিয়ে রাখা হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে চেক-ইন ব্যাগ, হ্যান্ড ব্যাগ ও তালায় স্বর্ণ লুকানো ছিল। শুল্ক দফতরের আধিকারিকরা যাত্রীদের কাছ থেকে সোনার গয়নাও উদ্ধার করেছেন । গত পাঁচ দিনে বিভিন্ন ধরনের কসমেটিকসও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।