নিজস্ব সংবাদদাতা: অবশেষে কমতে চলেছে সোনার দাম, বাজেটে বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। তিনি বলেছেন, "আমি সোনা ও রৌপ্যের উপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ এবং প্ল্যাটিনামের উপর ৬.৫ শতাংশ করার প্রস্তাব করছি"। ফলে এবার সুখবর এল মধ্যবিত্তের ঘরে।