দেশ জুড়ে দাম বাঁধবে কেন্দ্র! আসছে 'এক দেশ, এক দাম' নীতি

সোনার দাম নিয়ে বড় সিদ্ধান্ত।

author-image
Anusmita Bhattacharya
New Update
modi moneyi1.jpg

নিজস্ব সংবাদদাতা: গোটা দেশে সোনার দাম একই থাকবে। রাজ্য অনুযায়ী সোনার দামের আর পরিবর্তন এবার থেকে হবে না। এবার সোনার দামের উপর 'ওয়ান নেশন, ওয়ান রেট' ধার্য হবে বলে জানা গেল। এক দেশ এবং এক দাম হলে, সোনার ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিষয়টি লাভজনক ও সুবিধাজনক হবে বলেই মনে করছে বিভিন্ন মহল।

GHJMK,

সোনার দাম নিয়ন্ত্রণে আনা 'ওয়ান নেশন ওয়ান রেট' নীতিকে মেনে নিয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিল। সারা দেশে যাতে সোনার দাম এক রাখা হয়, তা নিয়ন্ত্রণ করতেই কেন্দ্র সরকারের এই নীতিকে সমর্থন জানিয়েছে জিজেসি। এই বছরে সেপ্টেম্বরে এই বিষয়ে একটি বৈঠক হতে পারে। 

Adddd