১২০০ টাকা কমে গেলো দাম! এই সুযোগ মিস করবেন না

সোনার দামে পতন আজও জারি রয়েছে। সোনা কেজিতে বিগত প্রায় ৭ থেকে ১০ দিনে ১২০০ টাকা সস্তা হয়েছে। পাশাপাশি কেজিতে ৩২০০ টাকা কমেছে রূপোর দাম।

author-image
Anusmita Bhattacharya
New Update
Gold

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: সোনার দামে (Gold Price) পতন (Price Drop) আজও জারি রয়েছে। সোনা কেজিতে বিগত প্রায় ৭ থেকে ১০ দিনে ১২০০ টাকা সস্তা হয়েছে। পাশাপাশি কেজিতে ৩২০০ টাকা কমেছে রূপোর দাম (Silver Price)। বিশ্ববাজারে মন্দা থাকায় অভ্যন্তরীণ বাজারে কমছে সোনার দাম। আজ দেশের বাজারে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (Multi Commodity Exchange), সোনার দাম ০.০৬ শতাংশ কমে গিয়ে প্রতি ১০ গ্রামে ৫৯৮১২ টাকার স্তরে লেনদেন হচ্ছে সোনা। আবার, ০.৪৪ শতাংশ কমে গিয়ে রূপো প্রতি কেজিতে ৭৪৩২২ টাকার স্তরে পৌঁছে গেছে।