নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস প্রতিনিধিদল সম্বলে যাচ্ছে, ইউপি কংগ্রেস সভাপতি অজয় রাই এবার বড় বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, "আগামীকাল সকাল ১০ টায় প্রতিনিধি দল চলে যাবে। এই প্রতিনিধি দলে, লোকসভার এলওপি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, ইনচার্জ অবিনাশ পান্ডে, আমি এবং আমাদের ইউপির সাংসদরা, আমরা সবাই আগামীকাল সম্বল যাব।"