গোগামেডি হত্যা মামলাঃ পুলিশের হাতে সহায়ককারী অভিযুক্ত রামবীর

হত্যা মামলায় অভিযুক্ত নীতিন ফৌজি এবং রোহিতকে গ্রেফতার করা হয়েছে। নিতিন এবং রোহিত রাঠোরের পাশাপাশি তাদের তৃতীয় সহযোগী উধমকেও গ্রেপ্তার করা হয়েছে।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডিকে হত্যার জন্য দায়ী দুই হামলাকারী এবং তাদের একজন সাহায্যকারীকে পুলিশ ধরেছে। সূত্রের খবর, অভিযুক্ত দুজনই কুল্লুর কাছে এক হোটেলে লুকিয়ে ছিল। সেই হোটেলেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। এছাড়াও, আর এক সহায়ককারী রামবীরকে গ্রেফতার করেছে জয়পুর পুলিশ। সুূত্র মারফত জানা গিয়েছে, তাকে গ্রেফতার করে জয়পুরের সোদালা থানা থেকে নিয়ে যাওয়া হয়েছে। 

hiren

রামবীরের বিরুদ্ধে অভিযোগ যে সে সুখদেব সিং গোগামেডি হত্যা মামলার মূল শ্যুটারকে সাহায্য করেছে।

hiring.jpg