নিজস্ব সংবাদদাতাঃ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, "আমরা ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি। এই বছর প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়, গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি গ্রাম – গোয়া জুড়ে আমরা পালন করছি 'আন্তর্জাতিক যোগ দিবস'। ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর, আয়ুষ অধিদপ্তর এবং শিক্ষা অধিদপ্তর একত্রিত হচ্ছে যোগ দিবস উপলক্ষে। পতঞ্জলি যোগ সমিতি, ব্রহ্মেশানন্দ স্বামী যোগ সমিতি, প্রজাপতি ব্রহ্ম কুমারী যোগ সমিতি, আর্ট অফ লিভিং- এই সমস্ত সংস্থা গত ৮-১০ দিন ধরে যোগাসনের প্রশিক্ষণ দিচ্ছে। যেখানে প্রয়োজন সেখানে বিনামূল্যে যোগ শিক্ষক দেবে সরকার। বাজরা বর্ষ প্রচারের জন্য আমরা রাজ্য জুড়ে কর্মসূচিও রাখছি। যোগ দিবসের পরেও যাঁরা যোগ অধিবেশন করতে চান, তাঁদেরও সাহায্য করবে ক্রীড়া অধিদপ্তর। 'নিজের ও সমাজের জন্য যোগ' এই থিমকে সামনে রেখে আমরা গোয়ায় যোগ দিবস উদযাপন করছি।"