নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার গো ফার্স্ট এয়ারলাইন্স ঘোষণা করেছে যে ৩ মে থেকে ৫ মে পর্যন্ত তাদের ফ্লাইট পরিচালনা বাতিল থাকবে এবং যাত্রীদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। গো ফার্স্ট এয়ারলাইন্স জানিয়েছে, "অপারেশনাল কারণে ৩, ৪ এবং ৫ মে ২০২৩-এর গো ফার্স্ট ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা আন্তরিকভাবে আমাদের বিশ্বস্ত গ্রাহকদের কাছে ক্ষমা চাইছি। আমরা আপনাকে আশ্বস্ত করছি যে আমরা শীঘ্রই আরও তথ্য নিয়ে ফিরে আসব। শীঘ্রই মূল পদ্ধতিতে পুরো অর্থ ফেরত দেওয়া হবে।" বিমান সংস্থাটি যাত্রীদের ১৮০০ ২১০০ ৯৯৯ নম্বরে তাদের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে বা কোনও সহায়তার জন্য @flygofirst.com-এ ইমেল করার পরামর্শ দিয়েছে।
এর আগে ৩ ও ৪ মে ফ্লাইট বাতিলের বিষয়ে ডিজিসিএকে আগাম তথ্য না দেওয়ায় ভারতের স্বল্প মূল্যের বিমান সংস্থা গো ফার্স্ট এয়ারলাইন্সকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।