৭০ টাকা কেজি দরে টমেটো! কোথায়?

১০০ কিংবা ২০০ টাকা কেজি দরে নয়, এবার ঘরে বসেই টমেটো পেয়ে যান ৭০ টাকা কেজি দরে। তাও অআবার অনলাইনে। অ-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে টমেটো। ভাবা যায়!

author-image
Pallabi Sanyal
New Update
1111

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : ভর্তুকিযুক্ত টমেটো এবার মিলবে একেবারে দুয়ারে। অনলাইনে অর্ডার দিলেই পুরের দিন আপনার দুয়ারে পৌঁছে যাবে বহু মূল্যবান সব্জি টমেটো।সরকারের কৃষি বিপণন সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনসিসিএফ) সোমবার ডিজিটাল কমার্সের জন্য ওপেন নেটওয়ার্ক (ওএনডিসি) এর মাধ্যমে প্রতি কিলোগ্রাম ৭০ টাকা ভর্তুকিযুক্ত হারে টমেটো বিক্রি শুরু করেছে।এনসিসিএফ-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যানিস জোসেফ চন্দ্র জানিয়েছেন "আমরা দিল্লি এনসিআরে টমেটো বিক্রির জন্য ওএনডিসির সাথে অংশীদারি করেছি।"

Shortage of tomatoes widening to more products and likely to last 'weeks' |  The Independent

টমেটো অর্ডার দেওয়ার সময় প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টে পর্যন্ত।  পরের দিন ডেলিভারি করা হবে।কোনও অতিরিক্ত খরচ ছাড়াই একেবারে বাড়ির দরজায় পৌঁছে যাবে চাহিদা মতো  অর্ডার দেওয়া টমেটো। এনসিসিএফ-এর ম্যানেজিং ডিরেক্টর আরো জানিয়েছেন যে ওএনডিসিতে তালিকাভুক্ত ক্রেতাদের অ্যাপ যেমন Paytm, Magicpin, Mystore এবং Pincode-এর মাধ্যমে টমেটো পাওয়া যাবে। প্রতি কেজি ৭০ টাকা দরে ​​টমেটো অর্ডার করতে পারেন।  প্রতি অর্ডার শুধুমাত্র ২ কেজিতে সীমাবদ্ধ। বর্তমানে, ই-কমার্স কোম্পানিগুলি প্রতি কেজি প্রায় ১৭০-১৮০  টাকায় দুয়ারে টমেটোর ডেলিভারি  করছে।