নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি অখিলেশ যাদবের কিছু মন্তব্যকে নিয়ে আজ নিজের প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, "ভোটের জন্য অখিলেশ যাদব সব কিছু করতে পারেন। প্রয়োজনে তিনি এবার নামাজ পড়া শুরু করবেন।"
/anm-bengali/media/media_files/kSWxYO9hp7Rm1FGRjz7z.jpg)
এছাড়াও তিনি বলেন, "যে গরুকে হিন্দুরা পূজা করে, অখিলেশ যাদব সেই গরুর গন্ধকেই অসহ্য বলে মনে করেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। "