নিজস্ব সংবাদদাতা: আজ রামলালা ভরে উঠবে পশ্চিমবঙ্গ থেকে পাঠানো উপহারে। অযোধ্যার রামমন্দিরের জন্য হাজির উপহারের ডালি। আছে গাঁদা ফুল, সুন্দরবনের মধু। পাঠানো হচ্ছে রামায়ণ শাড়ি যা তৈরি করেছেন পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন বসাক। তবে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনে সেই শাড়ি পাঠানো হবে না। বরং আগামী শুক্রবারের (২৬ জানুয়ারি) পরে রামমন্দিরে রামায়ণ শাড়ি পাঠাতে বলা হয়েছে বলে জানান এই শিল্পী।