দিওয়ালি গিফট! ১ বছর একদম ফ্রি

গত বছর অ্যাপল প্রতিশ্রুতি দিয়েছিল যে, এক বিশেষ ফিচার দুই বছরের জন্য বিনামূল্যে অফার করা হবে। এবার সিদ্ধান্ত পাল্টে ফেলল তারা। রইল এই নিয়ে দারুণ এক আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
iphoneuse

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: iPhone 14 ব্যবহারকারীদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর। Apple সম্প্রতি এমার্জেন্সি এসওএস ভায়া স্যাটেলাইট ফিচারের অ্যাক্সেস পুরো এক বছরের জন্য বিনামূল্যে করে দেওয়ার কথা ঘোষণা করেছে। এই ফিচার জরুরি পরিস্থিতিতে স্যাটেলাইটের মাধ্যমে ভয়েস কল করতে দেয়। গত বছর নির্ধারিত সময়ের পর এই বৈশিষ্ট্যটির সুবিধা পেতে iPhone 14 ব্যবহারকারীদের গ্যাঁটের কড়ি খরচ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু Apple এর নতুন ঘোষণার পর আরো ৩৬৫ দিন নিখরচায় এমার্জেন্সি এসওএস ভায়া স্যাটেলাইট ফিচার ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। গত বছরের দ্বিতীয়ার্ধে আইফোন ১৪ লাইনআপ লঞ্চ করার পাশাপাশি অ্যাপল, এমার্জেন্সি এসওএস ভায়া স্যাটেলাইট ফিচারটিও চালু করা হয়। 

hiring.jpg