নিজস্ব সংবাদদাতা : আগামীকাল উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের। অনুষ্ঠানের আমন্ত্রিত তালিকা লম্বা হলেও অতিথি আসন কতটা ভরাট হয় সেটাই এখন দেখার। বিরোধিতের বিরোধিতার মাঝে ইতিমধ্যেই বিএসপি প্রধান জানিয়েছেন ব্যস্ততার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে। তবে, কোনোরকম বিরোধিতার সুর শোনা যায়নি তার গলায়। এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টির প্রধান গুলাম নবী আজাদ। তার কথায়, ''আমি দিল্লিতে থাকলে অবশ্যই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতাম। সরকারের সমালোচনা না করে নতুন সংসদ ভবন গড়ার জন্য বিরোধীদের সরকারের প্রশংসা করা উচিত। আমি বিরোধীদের বয়কটের কঠোর বিরুদ্ধে।''