হঠাতই সুর বদল! কেন্দ্রের কাজে ক্ষোভপ্রকাশ গুলাম নবী আজাদের

২০১৯-এর আগস্ট মাসে কেন্দ্রের ক্ষমতাসীন মোদী সরকার জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ করে দেয়। কয়েক বছরে কেন্দ্রীয় আইন এবং অনেক প্রকল্প সেখানে বাস্তবায়িত হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
modi azad.jpg


নিজস্ব সংবাদদাতাঃ হঠাতই সুর বদল হল প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের (Ghulam Nabi Azad)। আজ রবিবার কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টির প্রধান বলেন, '৩৭০ অনুচ্ছেদ অপসারণের মতো অনেক কিছুই কেন্দ্রের জম্মু কাশ্মীরে করা উচিৎ ছিল না। এটি এখানকার জনগণের স্বার্থে ছিল না, তবে একটি বিষয় নিশ্চিত যে ৩৭০ ধারা রদের জেরে উপত্যকায় সন্ত্রাসবাদ এবং পাথর নিক্ষেপের মতোর ঘটনার অবসান ঘটেছে।' এদিকে লাগাতার জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা প্রসঙ্গে গুলাম নবী আজাদ জানান, 'রাজৌরি, পুঞ্চে যে ঘটনা ঘটেছে তা উদ্বেগের বিষয়। সন্ত্রাসবাদ কারো স্বার্থে নয়।' দেখুন ভিডিও...