নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলা নিয়ে সর্বদলীয় বৈঠক হয়ে গেল আজ। সেই বৈঠকে যোগ দেওয়ার পর, ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির সভাপতি গোলাম নবী আজাদ এদিন বলেন, “পহেলগাঁও হামলায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সমর্থনে পুরো জাতি এবং জম্মু ও কাশ্মীরের জনগণ দাঁড়িয়ে আছে। জম্মু ও কাশ্মীরের সমস্ত হিন্দু এবং মুসলিম সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ”।
/anm-bengali/media/media_files/xAjiAqT1AqwwYiUQptWi.jpg)