নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে গিয়েছে। উত্তরপ্রদেশের বুলন্দশহর শিল্পাঞ্চলে একটি কার্ডবোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দমকল। সিএফও রাহুল কুমার বলেছেন, “গাজিয়াবাদ জেলা থেকে ৯ টি দমকল ব্রিগেড ডাকা হয়েছে এবং অন্যান্য জেলা থেকে ৪ টি দমকল ডাকা হয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কার্ডবোর্ড তৈরিতে ব্যবহৃত কাঁচামাল কারখানায় সংরক্ষণ করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”