নিজস্ব সংবাদদাতাঃ গরমকাল এসে গেলো আর আম খাবেন না সেটা কি হয়? পড়েই জিভে জল এসে গেলো তো? দাম সাধ্যের বাইরে থাকায় সাধারণ মধ্যবিত্তের পক্ষে আলফানসো আম (Alphonso Mango) কেনা সবসময়ে সহজ নয়। কিন্তু একসঙ্গে আর গাদাগুচ্ছের টাকা এখন দিতে হবে না আপনাকে। মাসিক কিস্তিতে (EMI) কিনতে পারবেন ওই আম। সুবর্ণ সুযোগ দিচ্ছেন মহারাষ্ট্রের পুণের গুরু কৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রডাক্টস নামে একটি ফল ব্যবসায়িক প্রতিষ্ঠানের (Business Organisation) মালিক গৌরব সানাস। চলতি বছরেই যাতে আলফানসো আম দেশের সব মানুষের কাছে পৌঁছয় তার জন্যই মাসিক কিস্তিতে আমের টাকা দেওয়ার মতো অভিনব উদ্যোগ নেন। প্রতি ডজন আমের দাম ৮০০ থেকে ১৩০০ টাকা। ক্রেডিট কার্ড (Credit Card) থাকতে হবে। সংস্থার আউটলেটে থাকা পয়েন্ট অফ সেল মেশিনে কার্ড দিয়ে প্রথমে আমের দাম মিটিয়ে ক্রেতা নিজের সুবিধা মতো তিন, ছয় কিংবা বারো মাসের কিস্তিতে দাম মেটাতে পারেন।