নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে মার্কিন সহায়তার একটা বড় অংশ ভারতে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির কাজে ব্যবহার করা হয়েছে। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই মুখ খুললেন তরুণ বিজেপি নেতা প্রদীপ ভান্ডারী। তিনি বলেন, '' মার্কিন অর্থ সহায়তার একটা বড় অংশ রাহুল গান্ধী আর রাহুল গান্ধী ফাউন্ডেশনের কাছে গেছে। এর আগে আমরা দেখেছি যে কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরী করা হয়েছে। ২০২৪ সালে ভারতেও ঠিক একই রকম রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয়েছিল।'' এরসাথে সাথেই তিনি দাবি করেন যে, ''রাহুল গান্ধীর রিমোট কন্ট্রোল জর্জ সোরোস আর বিদেশি শক্তির হাতে রয়েছে। এই কারণে তিনি গোপনে বিদেশ ভ্রমণ করেন, আর চীন সম্পর্কে নীরবতা বজায় রাখেন। ''