গর্ভগৃহে কত কেজি ওজনের রামমূর্তি প্রতিষ্ঠিত হতে চলেছে? তথ্য এল সামনে

ভক্তদের রাম মন্দিরের উৎসবে সামিল হওয়ার আর সাতদিন বাকি। ধীরে ধীরে বেরিয়ে আসছে রাম মন্দির সম্পর্কে নানা তথ্য। এবার এল আরো বড় এক তথ্য। ক্লিক করে জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
shreeramm.jpg

নিজস্ব সংবাদদাতা: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আর এক সপ্তাহ বাকি। '১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে ধর্মীয় অনুষ্ঠান। ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে। যে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা' করা হবে তার ওজন প্রায় ১৫০-২০০ কেজি হবে বলে অনুমান করা হচ্ছে। ১৮ জানুয়ারী, মন্দিরের গর্ভগৃহে মূর্তিটিকে তার অবস্থানে স্থাপন করা হবে', বললেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়।