নিজস্ব সংবাদদাতা : ২০২৫ সালের মহাকুম্ভমেলায় ইসকন মন্দিরের শিবিরে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি উপস্থিত থাকবেন। প্রয়াগরাজের মহাকুম্ভমেলায় ভক্তদের খাবার পরিবেশনের জন্য আদানি গ্রুপ ও ইসকন মন্দির যৌথভাবে কাজ করছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভমেলার পুরো সময়কালে ভক্তদের জন্য মহাপ্রসাদ সেবা প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে উক্ত দুই প্রতিষ্ঠান ভক্তদের কাছে খাদ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।